Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের নবীগঞ্জ উপজেলার পূর্নাঙ্গ কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি \ গতকাল ২২ ফেব্র“য়ারী সোমবার শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের নবীগঞ্জ উপজেলার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল গয়াহরি গ্রামে রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের ১৫৪ তম জন্মতিথি উপলক্ষে এক আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ননী গোপাল দাশ এর সভপতিত্বে ও  গৌতম দে রিপন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রথীন্দ্র লাল দে মুকুল, ডাঃ ননী গোপাল নাথ, সুধা রঞ্জন দাশ, ডাঃ হরেকৃষ্ণ দাশ, গোপেশ দাশ, গৌতম চৌধুরী, সবিত দাশ, অনিমেষ চৌধুরী, জগদীশ দাশ, ভানু লাল দাশ, অনজিত দাশ লিটন, লিটন রায়, কালিপদ রায় ভানু, পার্থ সারথি ভট্রাচার্য্য, সঞ্জয় ভট্রাচার্য্য, নিখিল পাল, নিখিল দাশ, ঝুমা দাশ চৌধুরী, কৃষ্ণা দে, কল্পনা রানী দাশ, সবিতা পাল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের ২৫ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি রথীন্দ্র লাল দে মুকুল, সহ-সভপতি যথাক্রমে ডাঃ ননী গোপাল দাশ, কৃপেশ চন্দ্র দেব, কালিপদ রায় ভানু, সাধারণ সম্পাদক অনিমেষ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অনজিত দাশ লিটন, করুনাময় দে বাচ্চু, শ্রীরামকৃষ্ণ ভাবধারা প্রচার সম্পাদক ভানু লাল দাশ, শ্রী রামকৃষ্ণ কথামৃত সম্পাদক নারায়ণ চন্দ্র দাশ, শ্রী রামকৃষ্ণ কথামৃত সহ-সম্পাদক সুভাষ চন্দ্র দাশ, উদ্বোধন ও সহিত্য বিষয়ক সম্পাদক লিটন চন্দ্র রায়, উৎসব বিষয় সম্পাদক কৃপাসিন্ধু নাথ, উৎসব বিষয়ক সহ-সম্পাদক সমীরন দে পিংকু, সাংস্কৃতিক সম্পাদক শুভাশীষ চক্রবর্তী, সম্মানিত সদস্যবৃন্দ যথাক্রমে- নিহান রঞ্জন দাশ, নৃপেশ মহালদার (নিবন), জৌাতিষ চন্দ্র দাশ, কৃপাসিন্দু পাল, সবিত রঞ্জন তালুকদার, সঞ্জয় ভট্রাচার্য্য, মহিতোষ দাশ রিন্টু, অভিজিৎ তালুকদার, গৌরা চন্দ্র রায়, বাদল চন্দ্র দেব, ভাগ্যেশ্বর দাশ।