Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সেবক হয়ে বাউসা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করতে চাই-জুনেদ চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি \ সাবেক নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আওয়ামী রাজনীতির পরিক্ষীত সৈনিক বাউসা ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী বলেন, জনগণের সেবক হয়ে বাউসা ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করতে চাই। আমি মৃত্যুর আগ পর্যন্ত বাউসা ইউনিয়নের উন্নয়নমূলক সকল কর্মকান্ডে ও জনসাধারণের সেবায় নিয়োজিত থাকব। গত রবিবার রাতে বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে, বদরদী, মাইজপাড়া ও নোয়াগাঁও গ্রামের যুবসমাজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মোঃ আস্রাব আলীর সভাপতিত্বে ও লাখ মিয়া তালুকদারের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আইয়ুব আলী, শাহ নজরুল ইসলাম সফু, শফিকুল চৌধুরী, শেখ আলমগীর চৌধুরী, মোঃ তাজুদ আলী, সম্মিলিত যুব সমাজের সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী, সম্মিলিত যুব সমাজের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, ডাঃ রুকনুজ্জামান, মোঃ তাজুদ আলী, শেখ শামীম সিদ্দিকী, হেলাল সিদ্দিকী, মোঃ শিবলী মিয়া, ইমদাদুর রহমান, রাজু চৌধুরী, শেখ এম এ রব, শেখ আলাউদ্দিন, শেখ আবদাল তালুকদার, মোঃ শিলু মিয়া, আব্দুল মুকিত, খালেদ মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মির্জা জাহাঙ্গীর আলম, হাফেজ রানা তালুকদার, রেজা চৌধুরী, ভীরু চৌধুরী, সাইফুর রহমান চৌধুরী, সজল চৌধুরী, আব্দুর রশিদ, সনৎ সরকার, গিরীন্দ্র সরকার, শুভ চৌধুরী, হালিম চৌধুরী, জুহেদ চৌধুরী প্রমুখ।