Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের ২৭টি স্কুলের শিক্ষার উন্নয়নে শিক্ষকদের সাথে বেন এর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার ২৭টি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে শিক্ষার মান, নিয়মিত ছাত্র উপস্থিতি ও সার্বিক পরিবেশ উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর কৌশল বাস্তবায়নের বিষয়ে বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বানিয়াচং রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গরীব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ মিয়া। নাগুড়া ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা খানম এর পরিচালনায় বেন এর পক্ষে বক্তৃতা করেন বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক সভাপতি ইউ.পি. চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, নির্বাহী পরিচালক মুশতাক আহমেদ ও সফটওয়ার ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ খান। নিজ নিজ স্কুলের সার্বিক বিষয়ে বক্তৃতা করেন, প্রধান শিক্ষক প্রিয়ব্রত দাস, দেলোয়ার আলী খান, সাবিনা ইয়াসমিন, রেনু বাশী দাস চৌধুরী, শুদাংশু শেখর দাস, মনোয়ারা বেগম, সহকারী শিক সিমা রানী দে, পারভেজ আলী আক্তার, তাহমিনা বেগম, ফাতেমা আক্তার সুমি, নাজিরা বেগম, রতœা রায়, লাকী আক্তার, আফিয়া আখতার বেগম, আরিফুজ্জামান খান, বিশ্বজিত ভট্টাচার্য্য, অর্পণা রানী দাস, নিশা রানী দাস, লাল বানু, সুব্রত আচার্য্য, কামরুন্নাহার, মাহমুদা খাতুন, জালাল উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন, নিরারিকা ফেরদৌসী প্রমূখ।