Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে নেতৃত্বের শূণ্যতা কাটিয়ে ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চায় তৃণমূলের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার \ নেতৃত্বের শূণ্যতা কাটিয়ে ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চায় তৃনমূলের নেতৃবৃন্দ। বিভাজন নয়, বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ বিএনপিরই স্থানীয় সরকার নির্বাচনে দলের বিজয় ছিনিয়ে আনতে পারবে বলে দৃঢ আশাবাদ ব্যক্ত করেছেন তারা। বুধবার দুপুর ১২টায় ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগের সম্বনয়কারী, চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে জেলা বিএনপির মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ মতামত তুলে ধরেন। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, শাম্মি আক্তার শিফা, জেলা বিএনপির নেতা সৈয়দ মোঃ শাহজাহান, এডঃ দেওয়ান মাসুদ চৌধুরী, এডঃ শামসু মিয়া চৌধুরী, এডঃ মঞ্জুর উদ্দিন শাহিন, মোঃ ইসলাম তরফদার তনু, মোঃ আমিনুর রশিদ এমরান, এডঃ কামাল উদ্দিন সেলিম, মিজানুর রহমান চৌধুরী, এডঃ এনামুল হক সেলিম, এডঃ সালেহ উদ্দিন, ডাঃ আহমুদুর রহমান আবদাল, হাজী নুরূল ইসলাম, মহিবুল ইসলাম শাহীন, আজিজুর রহমান কাজল, শেখ বশির আহম্মদ, সৈয়দ লিয়াকত হাসান, আব্বাস উদ্দিন, মাহবুবুর আউয়াল, সাব্বির হোসেন, অধ্যাপক এনাম, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সফিকুল ইসলাম, মজিবুর রহমান শেফু, আলাউদ্দিন আল রনি, আব্দুল আজিজ, ওমর আলী মাষ্টার, সামসুল ইসলাম কামাল, মাহবুবুর রহমান সোহাগ, আব্দুস সামাদ মাষ্টার, মোঃ ফারুক, উপাধ্যক্ষ মোজ্জামেল হক, মোঃ বকুল, জুয়েল মিয়া, হামিদুর রহমান হামদু প্রমূখ। সভাপতির বক্তব্যে ইনাম আহম্মেদ চৌধুরী বলেন-তৃনমূল নেতৃবৃন্দের মতামত বিএনপির চেয়ারপার্সনের কাছে তুলে ধরবেন। এবং নেত্রীর নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। তবে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ ফয়সল সভায় উপস্থিত ছিলেন না।