Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে রাস্তা ও গাছ কাটার অপরাধে জরিমানা

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাস্তার গাছ কাটা ও প্রায় ৩শ ফিট রাস্তা কেটে পুকুর খনন করার অপরাধে এক ব্যক্তিকে ২০হাজার টাকা জরিমানা ও ২ লাখ টাকার বন্ডে এবং রাস্তাটি পূনঃনির্মানের শর্তে জামিনে মুক্তি দেয়া হয়েছে। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে শমসু মিয়াকে এ দন্ড দেন। এর আগে ভোর রাতে তাকে থানার এস আই মমিনুল ইসলাম আটক করে থানায় নিয়ে আসেন। উলে­্যখ গত ১৬ জানুয়ারী মঙ্গলবার রাতে এক্সেভেটর (ভেকো) মেশিন দিয়ে হরষপুর-হাপানিয়া সড়কের প্রায় ৩শ ফিট দৈর্ঘ্য অংশ কেটে পুকুর খনন করে উচুঁপাড় বেঁেধ রাস্তাটি বন্ধ করে দেয় শমসু ও তার ভাই ধনু মিয়া। রাস্তার গাছ কেটে নিয়ে যায় তারা। এ ব্যাপারে হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকায় রিপোর্ট প্রকাশ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের নির্দেশে মনতলা তহশিল অফিসের ভূমি কর্মকর্তা নারায়ন দেব তদন্ত করে জানান রাস্তা ও গাছ কাটার বিষয়ে শতভাগ সত্যতা পাওয়া গেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবপুর থানাকে তাদের গ্রেফতারের নির্দেশ দেন।