Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে সরস্বতী পূজা

প্রেস বিজ্ঞপ্তি \ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য আর উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শচীন্দ্র ডিগ্রী কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ৭টায় প্রতিমা স্থাপন, সকাল ৯টায় পূজা শুরু, পরে পুষ্পাঞ্জলি ও দুপুর ১২টায় মহাপ্রসাদ বিতরণ শেষে সন্ধ্যা আরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পূজায় সার্বিকভাবে সহযোগিতা করেন- পূজা কমিটির আহŸায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক অঞ্জন কুমার সরকার, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান দেবল কুমার চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান প্রবীন্দ্র সমাজপতি, বাংলা বিভাগের প্রভাষক গৌতম সরকার, মিহির রঞ্জন সরকার, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক প্রসূন আচার্য পল­ব, সুমনা রাণী দাস, শরিরচর্চা শিক্ষক রঞ্জিত কুমার দাস, প্রদর্শক সুদাম চন্দ্র দাস।
ছাত্র-ছাত্রীদের মধ্যে সার্বিকভাবে পূজার দায়িত্বে ছিলেন- অনার্স ২য় বর্ষের ছাত্র অজয় দাস, কাজল সরকার, দোলন দাস, শুকলা ঘোষ (তন্মি), রূপা সরকার, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের সুব্রত পাল শুভ, ব্রজেন বৈষ্ণব, কাজল বৈষ্ণব, অন্ত রায়, বাপ্পি রাণী দাস, বাপ্পন, মণিকা, পিংকি, সুইটি, একাদশ শ্রেণির শ্রাবনী, রঞ্জিত, রনি, রাজু, নিতেশ, রিংকু।
এছাড়াও শচীন্দ্র কলেজ রোভার স্কাউট-এর সদস্যসহ কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।