Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জ্ঞানের অন্বেষনে সরস্বতী পূজা শনিবার

নির্মল ভট্রাচার্য্য রিংকু \ জ্ঞানের অন্বেষনে মানুষ ছুটে চলে দেশ হতে দেশান্তরে। পূজা অর্চনা প্রার্থনাও বাদ দেন না কেউ। এমনি সনাতন ধর্মাবলম্বীরা জ্ঞানার্জনে বিদ্যাদেবীর চরণে পুষ্পাঞ্জলী দেবেন শনিবার। যুগ যুগ ধরে এরই ধারাবাহিকতায় পালিত হয়ে আসছে স্বরসতী পূজা। সারা দেশের মতো পূজা অর্চনার জন্য হবিগঞ্জেও চলেছে ব্যাপক আয়োজন। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যাপীঠে বর্ণিল আয়োজন করা হয়েছে। তৈরি করা হয়েছে বিদ্যাদেবীর প্রতিমা। স্কুল কলেজগুলোতেও পূজার ব্যাপক আয়োজন চলছে। এছাড়া ব্যক্তি উদ্যোগেও বাসা-বাড়িতে চলছে পূজার আয়োজন। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দক্ষ কারিগর দ্বারা প্রতিমা তৈরির কাজ চলছে।
কারিগররা জানান, সরস্বতী পূজাকে সামনে রেখে আমাদের ব্যস্ত সময় কাটছে। শেষ মুহুর্তে রং-তুলির আঁচড়ে প্রতিমার রূপ ফুটিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ছোট থেকে বড় প্রতিমা দেড়শ থেকে যথাক্রমে ২৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছেন বলে জানান কারিগররা। পারিবারিক ভাবেও ধুমধামে এই উৎসব পালিত হয়। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আরাধনার সঙ্গে উৎসবে মেতে ওঠেন। পূজা মণ্ডপ পরিদর্শনে আয়োজকরা প্রশাসনসহ জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিমন্ত্রণ জানিয়েছেন। এবারের পূজা আয়োজন নির্বিগ্নে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।