Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর-আলমগীর চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি \ বর্তমান সরকারের উন্নয়ন জনগনের দ্বারগোড়ায় পৌছে দিতে হবে। সরকারের লক্ষ্য দেশকে শিক্ষায় ও স্বাস্থ্যে স্বাবলম্বী করে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে। আর সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক চালু করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। কিন্তু বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকতে দেশের কমিউিনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। তাই সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ১২নং মান্দারকান্দি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক উদ্বোধনকালে প্রদান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে এবং মেডিকেল টেকনোলজিষ্ট অজিত কুমার দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম, ভুমিদাতা সদস্য শরিফা বেগম, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি  সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লারেবর সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফরহাদ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আব্দুর নুর, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়াস্থ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছাতির আলী, আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আব্দুল মন্নান, যুবলীগ নেতা আব্দুল বাসিত, আব্দুল হাই, শ্যামানন্দ ভট্টচার্য্য, স্বাধীন মিয়া, স্বাস্থ্যকর্মী মাহবুবুর রহমান, স্বাস্থ্যকর্মী সুহেল মিয়া, ছাত্রলীগ নেতা এস এস দুলাল। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আসকির মিয়া  ও গীতাপাঠ করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সতিশ বৈদ্য।