Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়ীতে দুর্বৃত্তদের আগুন

স্টাফ রিপোর্টার \ মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শংকর পাল সুমনের একটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরে থাকার আসবাবপত্র সহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গতকাল রাত ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মাধবপুরের সুরমা তেলিয়াপাড়া মহোৎসবকে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, গতকাল রাত ১১টার দিকে সুরমা গ্রামে অবস্থিত সাংবাদিক শংকর পাল সুমনের বসত ঘরের পাশে থাকা একটি ছনের ঘরে কে বা কারা  অগ্নিসংযোগ করে। এ সময় ঘরের লোকজন আগুন দেখে বেরিয়ে আসলে দুর্বৃত্তদের একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। এ সময় লোকজন তাকে ধাওয়া করে। অগ্নিকান্ডে ঘরে রক্ষিত আসবাবপত্র ও মহোৎসবের জন্য নিয়ে আসা মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় লোকজনের ধারণা সুরমা তেলিয়াপাড়া মহোৎবকে কেন্দ্র করে সেখানে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষে সাংবাদিক শংকর পাল সুমনও রয়েছেন। ওই বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন উৎসব বানচালের লক্ষ্যে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে। অগ্নিকান্ডের খবর পেয়ে শাহাজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘটনাস্থলে ছুটে আসেন।
এ ব্যাপারে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, এ অগ্নিকান্ডের সাথে যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরী বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি অনাকাংখিত ও জঘন্যতম ঘটনা।