Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে স্টার সিরামিক্স ভাংচুরের ঘটনায় জড়িত ১৯ শ্রমিক গ্রেফতার

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার শাহজিবাজার স্টার সিরামিক্স কারখানায় হামলা ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৯ শ্রমিককে গ্রেফতার করেছে। সোমবার আড়াইটায় কারখানার প্রধান ফটকের সামনে থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো খালেকুজ্জামান (৩০), মনির মিয়া (২৫), তারেক মিয়া (২০), আরিফ মিয়া (২২), সামসুদ্দিন (৩০), মাকসুদুর (২০), ফেরতাউস মিয়া (২২), জুনায়েদ মিয়া (২০), ইসলাম উদ্দিন (২০), জুয়েল মিয়া (২২), শহিদুজ্জামান (২৫), জুয়েল রানা (২৩), অনিল (২২), রজিম উদ্দিন (২৫), রুবেল (২২), আল আমিন (২২), ছোটন মিয়া (২৫), কাউছার মিয়া (২৫), মহসিন মিয়া (২১)।
মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মমিনুল ইসলাম জানান, গত ৪ ফেব্র“য়ারী বেতন বৃদ্ধির দাবিতে কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মালামাল লুট করে। প্রশাসনিক কর্মকর্তা হাসান খন্দকার ২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ এনে ২০ শ্রমিকের নাম উলে­খ করে অজ্ঞাত ৭০/৮০জন শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শ্রমিক আন্দোলনে গত ৪ দিন ধরে কারখানার উৎপাদন বন্ধ ছিল। গত রোববার কারখানা চালু হয়। সোমবার দুপুরে আবার শ্রমিক অসন্তোষ দেখা দিলে পুলিশ অভিযান চালিয়ে উলে­খিতদের গ্রেফতার করতে সক্ষম হয়।