Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ছোটভাকৈরের দুঃখ খরস্রোতা ব্রীজ নির্মাণে শত বছর ধরে আশ্বাস

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে থাকা একটি জনপদের নাম পূর্ব ভাকৈর ইউপির ছোটভাকৈর গ্রাম। উপজেলার উত্তর সীমান্তে চারদিকে খরস্রোতা নদীর বেস্টনিতে ছোটভাকৈর গ্রামটির অবস্থান। নদীটি গ্রামকে দুইভাগে বিভক্ত করেছে। এই খরস্রোতা নদীটি ওই গ্রামের লোকদের যাতায়াতে চরম বাঁধা হয়ে দাড়িয়েছে। এই ডিজিটালের যুগেও বাঁশের সাকো তৈরী করে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীকে। শত শত বছর ধরেই গ্রামবাসী বাঁশের সাকো ব্যবহার করে আসছে। নির্বাচন এলে সমাজসেবক নামক ব্যক্তিরা গ্রামে গিয়ে এ নদীতি ব্রিজ নির্মাণের প্রতিশ্র“তি দিয়েছেন অনেকবার। কিন্তু তা কেবলই প্রতিশ্র“তির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। গ্রামবাসীও বিভিন্ন স্থানে কর্তা ব্যক্তিদের কাছে অসংখ্যবার ধর্ণা দিয়েছেন, কিন্তু আশ্বাস ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে গ্রামবাসী নিজ উদ্যোগে ২০১৫ সালে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করে ব্রিজ নির্মাণ কাজ শুরু করে। কিন্তু অর্থাভাবে ব্রিজটি সম্পূর্ণ করা গ্রামবাসীর পক্ষে সম্ভব হয়নি। ফলে অর্ধনির্মিত অবস্থায় রয়েছে ব্রিজটি। ব্রিজটি নির্মাণের অভাবে পাঞ্জারাই, গুমগুমিয়া ও বড়ভাকৈরসহ এলাকার শত শত ছাত্র-ছাত্রী কৃষকদের হাওরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে গ্রামের বিশিষ্ট মুরুব্বী আবদাল মিয়া, আব্দুর রউফ, ইউপি সদস্য তজমুল মিয়া ও মোঃ অনু মিয়া ঠিকাদারে সাথে আলাপ করলে তারা জানান, আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি কিন্তু কোন সাড়া পাচ্ছিনা। ফলে  ব্রিজের বাকী কাজটি ঝুলে আছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।