Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন গতকাল দুপুরে ডেপুটি কমিশনার এর অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ী জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার দায়িত্ব হস্তান্তরের কাগজে ও চার্জলিষ্ট গ্রহণ করার পর স্বাক্ষর করেন নতুন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। তখন ট্রেজারীর চাবি হস্তান্তর করে মনীন্দ্র কিশোর মজুমদার নতুন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনকে ডিসি’র চেয়ারে বসিয়ে পার্শ্বের চেয়ারে চলে যান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালাক দীলিপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুলতান আলম, জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি মোঃ মোতাব্বির হোসেন, বৃটিশ সরকারের সাবেক প্রিন্সিপাল পলিসি অফিসার ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, কালেক্টরেটের কর্মচারীগণ।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় নবাগত জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, সকলের সহযোগিতায় আমি শান্তির হবিগঞ্জ চাই।
উল্লেখ্য, স্বাধীনতার পর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থেকে ১৯৮৬ সালের ২ আগষ্ট ডিসি শাহ্ নাজমূল আলম ও ডিসি হেদায়েতুল ইসলাম চৌধুরী নিকট দায়িত্ব হস্তান্তরের ২৮ বছর পর গতকাল রবিবার দ্বিতীয় বারের মতো ডিসি মনীন্দ্র কিশোর মজুমদার নবাগত ডিসি মোঃ জয়নাল আবেদীনের নিকট আনুষ্টানিক দায়িত্ব হস্তান্তরের কার্যক্রমটি ছিল হবিগঞ্জবাসীর নিকট আলোচিত বিষয়।