Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি ব্যবহার

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন শিক্ষা কমিটি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। গতকাল সোমবার দুপুরে রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকের সঙ্গে মোবাইলে খোঁজ খবর নিয়ে নিয়মিত স্কুলে উপস্থিত অভিভাবকদের নিশ্চয়তা নিয়েছেন বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক ও ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এ সময় রায়েরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি রায়, সহকারী শিক্ষক রীতা রায়, খালেদা বেগম, দীপ্ত রায়, নাজমা খাতুন, বিজয়া মজুমদার, ফাতেমা আক্তার সুমী, শেফালী আক্তার, বিলকিছ চৌধুরী ও সুমাইয়া আক্তার উপস্থিত ছিলেন।
পরে চেয়ারম্যাম মমিন আজ মঙ্গলবার রায়েরপাড়া স্কুলে অনুষ্ঠিতব্য মা-সমাবেশে শিক্ষার্থীর মা-দাদীর উপস্থিতি নিশ্চিত করতে মোবাইলে কথা বলেন এবং ভয়েজ মেইল ও ম্যাসেজ দিয়েছেন। বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার তথ্য প্রযুক্তির ব্যতিক্রম উদ্যোগের বিষয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা আনছার আলী জানান, ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের  ছাত্র-শিক্ষক অভিভাবকদের শ্রেণিভিত্তিক মোবাইল নাম্বার চেয়ারম্যান স্যার ইউনিয়ন তথ্য ভান্ডারে নিয়ে এসেছেন। ইউ.পি অফিস থেকে ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতি সংগ্রহ করে তাৎক্ষনিক অভিভাবকদের সাথে কথা বলা ও ম্যাসেজ দেয়ার কার্যক্রম নিয়মিত পরিচালনা অব্যাহত থাকবে।