Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চেক প্রতারণার দায়ে রেজাউল চৌধুরী টিপু’র বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার \ একুশে ইন্টারন্যাশনাল এর মালিক ভজনানন্দ দাশের টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভজনানন্দ দাশ বাদী হয়ে এ কে এম রেজাউল হক চৌধুরী টিপু’র বিরুদ্ধে চেক ডিজঅনার এর ৩টি মামলা দায়ের করেন।
মামলায় উলে­খ করা হয়, প্রতারক এ কে এম রেজাউল চৌধুরী টিপু তার নিকট থেকে বিভিন্ন সময়ে নগদ সর্বমোট ১ লাখ ৮২ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি তার টাকা ফেরত চাইলে দেম দিচ্ছি বলিয়া নানান ভাবে সময় কর্তন করিতে তাকে প্রতারক টিপু। টাকা না দিতে পেরে এক পর্যায়ে পর পর ৩টি চেক প্রদান করে। ১ম টি ১ লাখ টাকার, ২য় টি ৪২ হাজার টাকা ও ৩য় টি ৪০ হাজার টাকার। সর্বমোট ১ লাখ ৮২ হাজার টাকার চেক প্রদান করেন। কিন্তু প্রতারক এ কে এম রেজাউল চৌধুরী টিপু অত্যন্ত সুচতুরতার সাথে তার ব্যাংক একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকা স্বত্তে¡ও এই চেকগুলো প্রদান করে। যার কারণে বাদী তার প্রাপ্য টাকা আদায়ের জন্য বিজ্ঞ আদালতে মামলাগুলো দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাগুলো দায়েরের পর অপরাধ আমলে গ্রহণ করেন এবং আসামীর বিরুদ্ধে সমন জারী করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এবং নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।