Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মার্চ ফর ডেমোক্রেসি চলবে আজও

এক্সপ্রেস ডেস্ক ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রোববার বিকালে গুলশানের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। এর আগে দুপুর ৩টার পর বেগম জিয়া নয়পল্টনে কর্মসূচিতে যোগ দেয়ার জন্য বাসভবন থেকে বের হয়ে গেটে অবস্থান নেন। নয়পল্টনে আসার জন্য গাড়িতে উঠে প্রায় আধাঘন্টা পর্যন্ত বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ বেগম জিয়াকে বের হতে না দেয়ায় তিনি আবারো বাসভবনে চলে যান। এসময় মার্চ ফর ডেমোক্রেসিতে কেন যেতে দেয়া হচ্ছে না তা উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চেয়ে খালেদা জিয়া বলেন, আমাকে কেন অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমাকে যেতে দিন, যেতেই হবে।  খালেদা জিয়া গাড়ি থেকে নেমে পতাকা হাতে বাড়ির প্রধান ফটকে অবস্থান নেন। বাসা থেকে বের হতে না পেরে খালেদা জিয়া পুলিশদের উদ্দেশ্য করে  বলেন, আপনাদের অফিসার কোথায়? এতক্ষণ তো অনেক কথা বলেছেন….মুখটা বন্ধ কেন এখন? গোপালগঞ্জের জেলার নামই বদলে যাবে। গোপালগঞ্জ আর থাকবে না।  ৫৭ জন অফিসারকে হত্যা করল। সেদিন হাসিনা কোথায় ছিল? সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে পাঠায়নি এই ফোর্সকে। কারণ সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে।’ পুলিশের উদ্দেশে খালেদা জিয়া বলেন, হাসিনার দালালি করে লাভ হবে না। বাংলাদেশের মানুষের সঙ্গে থাকুন। জনগণের সঙ্গে থাকেন। দেশের মানুষের সঙ্গে থাকেন। তবেই কাজে দেবে। দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। আজকে সবার দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো। আর আপনারা এখন ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছেন। মনে করেন এগুলোর হিসাব নাই? এই মা-বোনের কান্না। বিডিআরের অফিসারদের ওয়াইফদের কান্না এগুলো কি বৃথা যাবে? এগুলো কোনো দিন বৃথা যাবে না। আজকে যাঁরা এই জুলুম নির্যাতন করছেন, তাঁদেরকে একদিন এদের মতো চোখের পানি ফেলতে ফেলতে চোখ অন্ধ হয়ে যাবে। গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে শামিল হতে বের হওয়ার চেষ্টা করলেও বের হতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মার্চ ফর ডেমোক্র্যাসি কর্মসূচিতে অংশ নেয়ার জন্য খালেদা জিয়া পুরানা পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবার জন্য চেষ্টা করেন।  রোববার দুপুর সোয়া ১টার দিকে খালেদা জিয়া গাড়িতেও উঠে বসলেও বাসার প্রধান ফটক পুলিশ ঘিরে রাখায় তিনি বের হতে পারেননি। এর আগে দুপুর ১২টার দিকে তিনি একবার গাড়িতে উঠে বসলেও বের হতে না পেরে গাড়ি থেকে নেমে যান। বেলা পৌনে তিনটার দিকে খালেদা জিয়া আবার বাসা থেকে বের হবার চেষ্টা করলে নিরাপত্তা আরো জোরদার করা হয়। পৌনে তিনটার দিকে খালেদা জিয়া দ্বিতীয় দফায় বাসা থেকে বের হবার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসেন। তবে পুলিশের বাধার মুখে তিনি বের হতে পারেননি। বাসার গেট বন্ধ করে বাইরে আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে। এসময় মহিলা পুলিশরা বাসার দরজা ঘিরে রাখে। একজন মমিলা পুলিশ কর্মকর্তা বাসার ভেতরে প্রবেশ করেন। প্রচুর পুলিশ বাসার গেটে অবস্থান নেয়। সাংবাদিকদেরও এসময় বাসার গেটের সামনে পুলিশ দাড়াতে দেয়নি। রোববার সকাল থেকেই গুলশানের বাসভবনের সামনে পুলিশের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বর্তমানে আট প্লাটুন পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। বেলা ২টার পর আরো দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।  সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে একটি জলকামান নেয়া হয়। এ ছাড়া বাড়ির সামনের রাস্তায় বালুভর্তি তিনটি ট্রাক ও পেছনের রাস্তায় দুটি ট্রাক আড়াআড়িভাবে রেখে সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।