Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে স্টার সিরামিকসে শ্রমিক আন্দোলন অব্যাহত

স্টাফ রিপোর্টার \ শাহজীবাজার এলাকায় প্রতিষ্ঠিত স্টার সিরামিকস কোম্পানির শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দেননি। ফলে তিন দিন যাবত কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তবে কোম্পানীর অনুগত্য কিছু শ্রমিক কারখানায় কাজ করা শুরু করেছে।
অপরদিকে বেতন ভাতার দাবীতে আন্দোলন করে কারখানা ভাংচুরের ঘটনায় স্টার সিরামিকসের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ১১ জনকে আটক করে। পরে কোম্পানির লোকজন মুচলেকা দিয়ে আটককৃতদের ছাড়িয়ে নেন।
কারখানার শ্রমিকরা জানান, বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গত বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে শ্রমিকরা কাজ বন্ধ রাখে ধর্মঘট শুরু করে। রাতে শ্রমিকদের সাথে কর্মকর্তাদের কথাকাঠাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় মজুদকৃত কিছু টাইলস ভাংচুর হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
গত শুক্রবার বিষয়টি মিমাংসা হওয়ার কথা থাকলেও স্টার সিরামিকস শ্রমিকদের সঙ্গে কোন আলোচনায় না বসায় বিষয়টি অমিমাংসিত থেকে যায়। অপরদিকে কারখানায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে ২০ জনকে আসামী করে স্টার সিরামিকসের মানবসম্পদ কর্মকর্তা হাসান আকন্দ বাদী হয়ে শুক্রবার রাতে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ১১ জন শ্রমিককে আটক করে। পরে মুচলেখা দিয়ে আটককৃতদের ছাড়িয়ে নেয়া হয়। থানার ওসি মোল­া মুনির হোসন জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।