Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দাউদপুর গ্রামের দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ সামাজিকভাবে নিষ্পত্তি হয়েছে। উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গতকাল শনিবার ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ৬ঘন্টা ব্যাপি সামাজিক বিচারে ঘটনার মীমাংসা হওয়াতে উপজেলার সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের হাজী আব্দুর রউপ, আজিদ মিয়া, গংদের সাথে জাহিদুর রহমান ও তার লোক জনের দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে একাধিক সংঘর্ষ ও উভয় পক্ষের মধ্যে  একাধিক মামলা মোকাদ্দমা রয়েছে। এতে গ্রামে ও এলাকায় সার্বক্ষনিক উত্তেজনা চলে আসছিল। এ অবস্থায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় গতকাল আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে এক সামাজিক বিচার বৈঠক অনুষ্ঠিত হয়। আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেনের সভাপতিত্বে দিঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়ার পরিচালনায় সালিশে ১৫ সদস্য বিশিষ্ট ঘটিত বোর্ডে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান খালিদুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, উপজেলার জাতীয় পার্টির আহবায়ক ডা: শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, এলাকার বিশিষ্ট বিচারক শামছূল আলম কনা মাস্টার, দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সাবেক চেয়ারম্যান আশিক মিয়া, বিশিষ্ট মুরুব্বী হাজী শানুর মিয়া, মাসুক মিয়া, হাজী ক্বারী কদ্দুস মিয়া, ছাত্রলীগের আউশকান্দি ইউপির সাবেক আহবায়ক আমিনুর রহমান নোমান, বিএনপি নেতা আব্দুল বারিক রনি, উক্ত বোর্ডের সামাজিক বিচার রায়ে দীর্ঘদিনের বিরোধের চির নিস্পত্তি হয়।