Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বেতন বৃদ্ধির দাবীতে শাহজীবাজারে স্টার সিরামিক্সে শ্রমিক অসন্তোষ \ ভাংচুর \ শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার শাহজীবাজারে স্টার সিরামিক্স কোম্পানী লিঃ শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবীতে কর্মবিরতি পালন, ফ্যাক্টরীর অফিস ভাংচুর, স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদুর রহমান মনির, সহকারী কশিশনার ভূমি রফিকুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোল­া মুনির হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্টার সিরামিক্স কোম্পানী লিঃ এর স্থায়ী  শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবীতে কর্মবিরতি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিকালে অস্থায়ী শ্রমিকদের সুপারভাইজার মোস্তাক মিয়া কয়েকজন মাতব্বরকে নিয়ে ফ্যাক্টরীর ভেতরে প্রবেশ করে আন্দোলনরত শ্রমিকদের নির্ভিত করার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা তাকে লাঞ্চিত করে ফ্যাক্টরী থেকে বের করে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে অস্থায়ী শ্রমিকরা জড়ো হয়ে এর বিচার দাবী করে এবং আন্দোলনরত শ্রমিকদের কয়েকজন ফ্যাক্টরী থেকে বের হলে তাদের লাঞ্চিত করে। এ নিয়ে স্থায়ী এবং অস্থায়ী শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ফ্যাক্টরীর ভেতরে আন্দোলনরত শ্রমিকরা অফিস ভাংচুর করে। খবর পেয়ে রাত ৮টার দিকে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদুর রহমান মনির ঘটনাস্থলে পৌছে উভয় গ্র“পের শ্রমিকদের সাথে আলোচনায় বসে পরিস্থিতি শান্ত করেন। আজ শুক্রবার সকাল ১১টায় মালিক পক্ষ শ্রমিকদের সাথে বসে বিষয়টি সুরাহা করার কথা রয়েছে। এ ব্যাপারে স্টার সিরামিক্স কোম্পানীর ডেপুটি ম্যানেজার মোঃ সেলিম জানান, ভাংচুরের কারণে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।