Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিদ্যুতের যাদুকর আয়নালকে নিয়ে চ্যানেল এসের ডকুমেন্টারী

স্টাফ রিপোর্টার \ চ্যানেল এসের সিলেট এর জনপদের জন্য বিদ্যুত মানব আয়নালকে নিয়ে ডকুমেন্টারি তৈরী করা হয়েছে। হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার ও চ্যানেল এস বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়ার সার্বিক তত্ত¡াবধানে এ অনুষ্ঠানটি তৈরীতে সহযোগিতা করেন চ্যানেল এস এর ক্যামেরাপারসন মুহিতসহ চ্যানেল এস এর সুটিং ইউনিট। পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের দোকানটুলা গ্রামের মৃত খুরমত উল­ার পুত্র আয়নাল মিয়া। পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী। দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ তিনি এ পেশায় নিয়োজিত আছেন। ধ্যান জ্ঞাণ সব কিছুই  তিনি বিদ্যুতের কাজে ব্যয় করে যাচ্ছেন। যার দরুন তিনি এলাকায় সর্ব শ্রেণীর মানুষের কাছে এখন বিদ্যুত মানব হিসেবে পরিচিত। বানিয়াচং সদরের দোকানটুলা গ্রামের আয়নাল মিয়ার বয়স প্রায় ৪৫। অসাধ্যকে সাধ্য করেছেন আয়নাল। বিদ্যু নিয়ে খেলা করে মানুষকে আনন্দ দেয়াই যেন তার কাজ। শরীরে  বিদ্যু  প্রবাহ করে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে এবং হাতের তালু থেকে  দিয়াশলাইর কাঠি জ্বালিয়ে মানুষদের তাক লাগিয়ে দেন আয়নাল। টেস্টার ছাড়া কিভাবে আবাসিক লাইনে কাজ করা যায় এ কৌতুহল থেকে তার যাত্রা শুরু। এরপর টেস্টার ছাড়া  একের  পর এক কাজ করে সেটা আয়ত্তে আনেন। ২৫ বছর যাবৎ তিনি এ পেশায় কাজ করে অনেক দূর্ঘটনা থেকেও নিজের কর্মগুনে বহু মানুষকে তিনি বিপদ মুক্ত করেছেন। যার  দরুন এলাকায় যে কোন বিদ্যুতের কাজ হলে সর্ব প্রথম ডাক পড়ে বিদ্যুত মানব আয়নালের। বর্তমানে জরুরী এ বিদ্যুতের কাজ করেও আয়নাল সরকারীভাবে এখন পর্যন্ত কোন চাকুরী পান নি। পৃষ্ঠপোষকতা পেলে আয়নাল মিয়া দেশের জন্য আরো কাজ করে যেতে চান। ৪ মেয়ে ২ ছেলে স্ত্রী সন্তান নিয়ে কোনভাবে জীবন যাপন করছেন আয়নাল। কোথাও একটি চাকুরী হলে সংসারে কিছুটা হলেও স্বচ্ছলতা ফিরে আসতো বিদ্যুত মানব আয়নালের।