Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইউনিয়ন পরিষদ সচিবদের চাকুরী ১০ম গ্রেডে উন্নীতকরনসহ ৩ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার \ ইউনিয়ন পরিষদ সচিবদের চাকুরী ১০ম গ্রেডে উন্নীতকরনসহ ৩ দফা দাবীতে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন কর্মসুচী। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি বাপসা হবিগঞ্জ ইউনিট বুধবার শহরের দুর্জয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করে। প্রায় ১ ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে হবিগঞ্জের বাপসা সভাপতি মোঃ নূরুল হুদা চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বুল­া ইউনিয়ন চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মোঃ সুলতান মাহমুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, বাপসার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় প্রচার সম্পাদক বেলায়ে হোসেন, জেলা কমিটির সহ-সভাপতি মোশাহিদ তালুকদার, নবীগঞ্জ বাপসা সভাপতি প্রীতেশ রঞ্জন চৌধুরী, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, বাপসা হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ফয়সল আহমেদ, অর্থ সম্পাদক সাইমন সরকার, আব্দুল আহাদ (২), বাবুল রায়, সজল দত্ত, সামছুল হোসেন খন্দকার, মাসুদ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, ইউনিয়ন সচিবদের পদবী পরিবর্তন করে ১০ম গ্রেডে উন্নীতকরন, পেনশন ও বেতন ভাতাসহ যাবতীয় সুবিধা শতভাগ সরকারী কোষাগার থেকে প্রদানসহ ৩ দফা দাবী পুরনের জন্য সরকারের প্রতি আহŸান জানান। পরে স্মারকলিপিসহ মানববন্ধনে অংশগ্রহণকারী সচিবগন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের কাছে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।