Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেটবাসীর সর্বোচ্চ অবদান দেশ কৃতজ্ঞতা ভরে স্মরণ করে-ডিসি জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টার \ বৃহত্তর সিলেটবাসী রনাঙ্গনে নেতৃত্ব দিয়েছে। তেমনি লন্ডন প্রবাসীরা বিশ্ব জনমত সৃষ্টি, অস্ত্র-অর্থ দিয়ে স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ অবদান বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতা ভরে স্মরণ করে। গতকাল মঙ্গলবার সিলেট উপশহরস্থ জনকল্যান ভবনের কনফারেন্স হলে মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ২৩ জন মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি সিলেটের বর্তমান জেলা প্রশাসক ও হবিগঞ্জের সাবেক ডিসি মোঃ জয়নাল আবেদীন উপরোক্ত কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি আব্দুল রশিদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, জনকল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জামিল চৌধুরী, ট্রাস্টি নাছির আহমেদ, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, কামরুল হাছান চুন্নু, কমান্ডার অপু সাহা, ট্রাস্টি ফয়জুর রহমান চৌধুরী, ডাঃ জাকিয়া রানা আনোয়ার, আব্দুর রশিদ ভূঞা, মুতালিব চৌধুরী, মালেক খান, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মোঃ ফয়জুর রহমান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ প্রমুখ। সভাশেষে ২৩ জন মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেককে ৪০ হাজার করে মোট ৯ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।