Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ \ চালক আটক

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট-মাধবপুর আঞ্চলিক সড়কের আমতলী নামকস্থানে সিএনজি ও বালি বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের মৃত মফিজ উল­ার ছেলে শহীদ মিয়া (৫০) ও চানপুর বস্তি এলাকার আব্দুল হামিদের ছেলে সিএনজি চালক হারুন মিয়া (৩৫)। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

Exif_JPEG_420

স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট থেকে বালি বুঝাই একটি ট্রাক সিলেট (ট-১১-০০৭০) ব্রাক্ষনবাড়িয়ার উদ্দ্যেশে যাচ্ছিল। পথিমধ্যে চুনারুঘাট-মাধবপুর আঞ্চলিক সড়কের আমতলী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রিবাহি সিএনজি’র সাথে সংঘর্ষ হয়। এতে শহিদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় সিএনজি চালক হারুন মিয়াকে সিলেট নেয়ার পথে সে মারা যায়। এ সময় উত্তেজিত জনতা চুনারুঘাট-মাধবপুর সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাবাভিক করেন। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক মনির মিয়া (৩০) কে আটক করেছে। সে বি-বাড়ীয়া জেলার ভাদেশ^র গ্রামের জারু মিয়ার ছেলে। আহতরা হলেন- চান্দপুর বস্তি এলাকার হাবিবুল­ার ছেলে তারা মিয়া (৪০), তাজুল মিয়া (৩০) ও হবিগঞ্জ সদর উপজেলার সুহেল (৩০)। আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।