Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে জেএসসি পরীক্ষায় পাশের হার ৯১.৪৬%

আবুল কাসেম, লাখাই থেকে ॥ চলতি ২০১৩ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় লাখাই উপজেলায় ১০টি বিদ্যালয় থেকে ৯৩৭জন পরীক্ষার্থী  অংশগ্রহন করে পাশ করেছে ৮৫৭জন। পাশের হার ৯১.৪৬%। স্কুল ওয়ারী রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় থেকে ১৭২জনের মধ্যে ১৬৫জন, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮৪জনের মধ্যে ৭২জন, ভবানীপুর উচ্চ বিদ্যালয় থেকে ৬২জনের মধ্যে ৫৫জন, মুড়াকড়ি উচ্চ বিদ্যালয় থেকে ১৩২জনের মধ্যে ১১৬জন, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় থেকে ৬৭জনের  মধ্যে ৬১জন, বামৈ মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১১৮জনের মধ্যে ১১৬জন, লাখাই এসি,আর,সি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৩৫জনের মধ্যে ১১৬জন, কালাউক উচ্চ বিদ্যালয় থেকে ৮৫জনের মধ্যে ৮০জন, তেঘরিয়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে  ৩৯জনের মধ্যে ৩৯ জন, কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয় থেকে ৪৩জনের মধ্যে ৩৭জন পাশ করেছে। এবার এ উপজেলা থেকে জি,পি,এ ৫ পেয়েছে ৩৪টি। এর মধ্যে বামৈ মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১১টি, লাখাই এসি,আর,সি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৯টি, কালাউক উচ্চ বিদ্যালয় থেকে ১০টি, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় থেকে ১টি, তেঘরিয়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১টি ও মুড়াকড়ি উচ্চ বিদ্যালয়ে ২টি। শতভাগ সাফল্য অর্জনকারী বিদ্যালয় হচ্ছে তেঘরিয়া মডেল উচ্চ বিদ্যালয় এবং সর্বনিম্ন ফলাফল অর্জনকারী বিদ্যালয়টি হচ্ছে লাখাই এসি,আর,সি পাইলট উচ্চ বিদ্যালয়। এদিকে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় করাব রহমানীয়া দাখিল মাদ্রাসা থেকে ৪০জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ৩৪জন, জিরুন্ডা মাদ্রাসা থেকে ৭৪জনের মধ্যে ৬৮জন পাশ করেছে। এবার জিরুন্ডা মাদ্রাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ৫জন।