Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা শুরু

স্টাফ রিপোর্টার \ আকর্ষনীয় শ্লোগান ও রং-বেরঙের সাজে সজ্জিত করার মধ্য দিয়ে সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ উপলক্ষে অডিটরিয়ামে আয়োজন করা হয় সুধী সমাবেশ। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এবং এডিসি (সার্বিক) মোঃ সফিউল আলমের সঞ্চালনায় এই সমাবেশের আগে মেলা উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার এডঃ আলহাজ্ব মোঃ আবু জাহির। এতে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ, এ টু আই প্রজেক্টের ক্যাপাসিটি ডেভলাপম্যান্ট স্প্যাশালিস্ট মানিক মাহমুদ প্রমুখ। মেলায় উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে তৈরী নানা প্রজেক্ট নিয়ে ২৩ টি স্টল অংশ নেয়। তার আগে সকাল ১১টার দিকে জেলা কালেক্টরেট ভবন ক্যাম্পাসের নিমতলা থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে জেলা প্রশাসন। এতে অংশ নেন, এমপি মোঃ আবু জাহির, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, জেলা প্রশাসক সাবিনা আলম, এসপি জয় দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ, এডিসি (সার্বিক) মোঃ শফিউল আলম, এডিসি (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, দুদক এর ডিডি মোঃ আবুল হোসেন, জেলা সমাজসেবা অফিসার শোয়েব হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, দৈনিক তরফ বার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন প্রমুখ।