Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে হামলা, সংঘর্ষ ভাংচুর, লুটপাট \ নারীর কব্জি কর্তনসহ আহত ৭

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে হামলা, সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর এবং গরু ও টাকাসহ মালামাল লুটের ঘটনা ঘটেছে। হামলায় এক নারীর কব্জি কর্তনসহ কয়েকজন আহত হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে গতকাল সোমবার সকালের দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ধনু মিয়া উপজেলার কবিলপুর গ্রামে জমি ক্রয় করে ঘরবাড়ি তৈরী করে স্বপরিবারে বসবাস করে আসছিলেন। প্রায় ১ বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের রহিছ আলীর সাথে ধনু মিয়ার বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গতকাল সকালের দিকে ধনু মিয়ার ছেলে আবু লাল জমিতে পানি সেচ দিতে গেলে রহিছ আলীর লোকজন বাঁধা দেয়। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে রহিছ আলীর লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিতে ধনু মিয়ার বাড়িতে হামলা করে। হামলাকারীরা ধনু মিয়ার ঘরবাড়ি ভাংচুর করে গরু, ধান, নগদ টাকা সহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে মাধবপুর থানার এসআই মহরম আলী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলায় ৭জন আহত হয়। আহতদের মধ্যে শিরিনা আক্তার (৩০), ধনু মিয়া (৫৫), মুশারফ (২৬), বাবুল (২৫), রুমেনা (২৭) ও ফুলবানু (৪৫)কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।