Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কমলপুর আলহাজ্ব তহুরা বেগম হাফিজিয়া মাদরাসা মাধবপুর উপজেলার সেরা সাফল্য

মাধবপুর প্রতিনিধি \ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতি প্রতিযোগিতা ২০১৫” মাধবপুর উপজেলার মিলনায়তনে অনুষ্টিত হয়। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানটি মাধবপুর উপজেলা মসজিদের খতিব মাওঃ আব্দুল মান্নান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনায় করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মাধবপুর উপজেলার সুপারভাইজার মাওঃ শাহ আলম। প্রতিযোগিতায় মাধবপুর উপজেলার সকল মাদরাসা অংশ গ্রহণ করে। এর মধ্যে সেরা সাফল্য অর্জন করেছে কমলপুর আলহাজ্ব তহুরা বেগম হাফিজিয়া মাদরাসার ছাত্র হাফেজ মোঃ মোশাররফ। সে কেরাত প্রতিযোগিতায় খ গ্র“পে প্রথম স্থান ও আযান প্রতিযোগিতায় খ গ্র“পে প্রথম স্থান অর্জন করে এবং একই মাদরাসার হাফেজ মোঃ সুমন গজল প্রতিযোগিতায় ক গ্র“পে ২য় স্থান অর্জন করে। কমলপুর আলহাজ্ব তহুরা বেগম হাফিজিয়া মাদরাসার ছাত্র হাফেজ মোঃ মোশাররফ ও হাফেজ মোঃ সুমন আগামী ১৫ ফেব্র“য়ারী জেলা  প্রতিয়োগিতায় অংশ গ্রহণ করবে। অন্যদিকে গত বছর উক্ত মাদরাসা থেকে ১০ মাসে কোরআন হেফজ করেন হাফেজ মোঃ আল আমিন। এমন সফল্য অর্জনের বিষয়ে মাদরাসার সভাপতি ফাউন্দাউক দরবার শরীফের ২য় সাহেবজাদা আলহাজ্ব মাওঃ ক্বারী মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ জানান, মাদরাসার ছাত্র-শিক্ষদের নিয়ম মাফিক কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন ফলাফল হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত নতুন হাফিজিয়া মাদরাসার ছাত্ররা ভবিষ্যতে আরো সাফল্য অর্জন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এদিকে মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনিসুর রহমান আদিল জানান, আধুনিক বিশ্ব ও সময়ের দিকে লক্ষ্য রেখে মাদরাসাটি পরিচালিত হচ্ছে। তাই এমন ফলাফল আমাদের স্বাভাবিক। আমরা সামনে আরো ভাল সাফল্য অর্জনে করতে দৃঢ় প্রত্যয়ী। মাদরাসার প্রধান হাফেজ মোঃ সালমান বলেন, মাদরাসায় অভিজ্ঞ ৩ জন শিক্ষক ৩৫ জন ছাত্র নিয়ে মনোরম পরিবেশে আধুনিক ব্যবস্থাপনায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমি আমার শিক্ষক ও ছাত্রদের নিয়ে দেশের সেরা মাদরাসা হিসাবে প্রতিষ্ঠিত করতে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।