Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাউসা প্রিমিয়াম লীগের প্রতিযোগিতা অব্যাহত থাকলে তরুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা পাবে-জুনেদ চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি \ বাউসা রয়েল ক্লাবের উদ্যোগে বাউসা প্রিমিয়ার লীগ আয়োজন করায় আয়োজক কমিটির সকলকে জানাই ধন্যবাদ। বাউসা গ্রামের যুবকরা সামাজিক উন্নয়ন ও গঠনমূলক খেলাধুলার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকলে তরুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা পাবে। এ গ্রামে খেলার জন্য নির্ধারিত কোন মাঠ না থাকায় গঠনমূলক খেলাধুলা করতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আমি যুবক ভাইদেরকে কথা দিচ্ছি আগামীতে এ ইউনিয়নের প্রবাসীদেরকে সাথে নিয়ে মাঠের জন্য তহবীল সংগ্রহ করে একটি আধুনিক ও মান সম্পন্ন খেলার মাঠ করে দিব। বাউসা প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যকালে লন্ডন প্রবাসী সমাজ সেবক আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে রয়েল ক্রিকেট ক্লাবের উদ্যোগে প্রতি বছর বাউসা প্রিমিয়ার লীগের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ক্রিকেট টিম অংশগ্রহন করে। গতকাল শনিবার বিকালে বাউসা দক্ষিণ মাঠে নবীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব বনাম পূর্ব জাহিদপুর একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হাজারো দর্শক ও ক্রিকেট প্রেমিদের উপস্থিতিতে তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় নবীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পূর্ব জাহিদপুর একাদশ। ইউনিয়ন বিএনপির সভাপতি কাউছার আহমেদের সভাপতিত্বে ও বাউসা যুব সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটন এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লন্ডন প্রবাসী আকলুছ মিয়া, শাহ হাবিবুর রহমান বেলায়েত, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বিভু আচার্য্য, সাইদুর রহমান ছুনু, প্যানেল চেয়ারম্যান নুরুন্নাহার, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, বাউসা যুব সংঘের সভাপতি বাছিতুর রহমান চৌধুরী, শাহ জয়নাল আবেদীন, তরুন সমাজ সেবক মনসুর আহমদ চৌধুরী, মুরশেদ আলী সবুজ। এতে বক্তব্য রাখেন আলমগীর আহমেদ, শাহ লিমন, প্রবাসী রুকন মিয়া প্রমূখ। চ্যাম্পিয়ন দলের হাতে ১ম পুরস্কার (২১’’ কালার টিভি) তুলে দেন প্রধান অতিথিসহ সকল নেতৃবৃন্দ। রানার্স আপ দলের হাতে ২য়  পুরস্কার (১৪’’ কালার টিভি) বিশেষ অতিথিসহ আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দ এবং ৩য় স্থান অধিকারী বাউসা রয়েল ক্রিকেট ক্লাবের মোবাশ্বির আলী সুমন ও আশরাফুল হাছান ফাহাদের হাতে ট্রফি তুলে দেন সকল নেতৃবৃন্দ। পরে আশরাফুল হাছান ফাহাদের আর্থিক সহযোগীতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন এটিএন বাংলার নিয়মিত কন্ঠ শিল্পী মুন্নী সহ বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীবৃন্দ।