Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাকসহ চালক আটক

নবীগঞ্জ প্রতিনিধি \ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের সদরঘাট নতুন বাজার নামক স্থান থেকে ছিনতাইকৃত মিনি ট্রাক সহ চালককে আটক করেছে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ । পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানার পাশইমুল ইউনিয়নের জইদরকান্দি গ্রামের পুতু মিয়ার পুত্র ছাইদুল মিয়া (৪০) গত প্রায় ৬মাস পূর্বে নিটল টাটা থেকে ৭’শ কে, জির (প্রায় ১টন) একটি টাটা মিনি ট্রাক (সিলেট-ন-১১-১৯৯৮) কিস্তির মাধ্যমে ক্রয় করেন। ইতিমধ্যে তিনি ৬ কিস্তি পরিশোধ করেছেন। ট্রাকটি চালানোর জন্য গত প্রায় ৫ মাস পূর্বে চালক হিসেবে নিয়োগ দেন সিলেটের বিয়ানী বাজারের মৃত আব্দুল হামিদের পুত্র উজ্জল মিয়া(৩০) কে। গত বৃহস্পতিবার ব্রাহ্মনবাড়িয়া থেকে মালিকসহ চালক উজ্জল বালু নেয়ার জন্য ট্রাক নিয়ে আসেন হবিগঞ্জের চুনারুঘাট বাজারে। বেলা সাড়ে ১১টার সময় তারা চুনারুঘাট এসে পৌছলে হঠাৎ চালক উজ্জল মিয়া ট্রাকের মালিক ছাইদুল মিয়াকে ট্রাক থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ট্রাক নিয়ে পালায়। এ সময় ট্রাক মালিক ছাইদুল ঘটনাটি চুনারুঘাট থানার পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক ওই থানার পুলিশ নবীগঞ্জ থানার মাধ্যমে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশকে অবহিত করেন। দুই থানার পুলিশ দিনভর চালকসহ ট্রাক উদ্ধারে অভিযান পরিচালনা করেন। অবশেষে রাত সাড়ে ৮টার সময় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা সঙ্গীয় ফোর্স নিয়ে নবীগঞ্জের সদরঘাট নতুন বাজার এলাকা থেকে ট্রাকসহ চালককে আটক করেন। এ সময় চালক ট্রাকের নাম্বার প্লেট তুলে নেয়। আটককৃত চালক উজ্জল জানায়, ট্রাক মালিক ছাইদুলের কাছে তার ৩০ হাজার টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধ না করায় গাড়ী নিয়ে পালানোর চেষ্ঠা করেছি। ট্রাক মালিক ছাইদুল মিয়া জানায়, সে আমার কাছে টাকা পাবে সত্য। দুই দিন পর টাকা দেওয়ার তারিখ ছিল। সে অপেক্ষা না করে গাড়ী নিয়ে পালাবে এটা আমি ভাবতেও পারিনি। এমন ভাবে সে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে গাড়ী নিয়ে পালিয়েছে যে অল্পের জন্য আমি গাড়ীর নিচে পড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছি।
ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দিনভর অভিযানের পর চালকসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ট্রাকসহ চালকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহন করা হবে।