Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবো-আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদী

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, সমাজ সেবায় আল­ামা আব্দুল  কাইয়ুম জালালাবাদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি সুদূর আমেরিকায় অবস্থান করে ও এলাকার মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। এধরণের একজন সমাজ সেবককে নিয়ে আমরা গর্বিত।আমাদের সীমাবদ্ধ অবস্থান থেকে আমরা তাকে যথাযথ মূল্যায়ন করতে পারবো না।তবে যারা সমাজ সেবার মহান ব্রত নিয়ে কাজ করছেন  তারা নিজেদের মূূল্যায়নের কথা চিন্তা না করেই সমাজোন্নয়নে কাজ করেন। আমাদের উচিত আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদীর মতো মানুষের মহতি কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। তিনি গতকাল বিকেলে  নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ আনোয়ারী গার্ডেনে মুসলিম সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন। মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির হোসাইনী। সাংবাদিক মাওলানা আব্দুর রকিব হক্কানীর পরিচালনায় এবং হাফিজ নুরুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব মুসলিম সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদী।বিশেষ অতিথি ছিলেন দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, আরব আমিরাত প্রবাসী সমাজ সেবক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, নবীগঞ্জ দারুল উলুম মাদরাসার মুহতামিম  মাওলানা মালিক, মাওলানা সাদাতুল ইসলাম,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার বানিয়াচং উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহীদ। এতে বক্তব্য রাখেন মাওলানা শাহিদ আলী শিকদার, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার বানিয়াচং উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সংস্থার অর্থ সম্পাদক মাস্টার শফিকুর রহমান চৌধুরী, নবীগঞ্জ শহরের ইবরাহীম মসজিদের খতিব মুফতি সালেহ আহমদ ওয়াইছি,নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ খালেদ সাইফুল­াহ খান, গন্ধা-মিলি­ক মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বাছির , নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ জিলু, মাওলানা মোশাহীদ আলী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়খ আব্দুন নুর, মাওলানা আব্দুর রহমান রহমানী,   হলদারপুর মাদরাসার সভাপতি হাজী আব্দুস সালাম মেম্বার,  মাওলানা লুৎফুর রহমান দেওবন্দী, হাফিজ নাজমুল হুদা, হাফিজ শাহ জুবায়ের আহমদ, মৌলভী আব্দুল কাইয়ুম, মৌলভী আব্দুল মান্নান প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় সংবর্ধিত আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদী বলেন, আমাদের সকল কাজের  উদ্দেশ্য হলো আল­াহর সন্তোষ্টি অর্জন। মুসলিম সমাজ কল্যাণ সংস্থা মানুষের কল্যাণ সাধন  করে আল­াহর সন্তোষ্টি অর্জন করতে চায়। তিনি বলেন, আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন তার যোগ্য আমি নই ।আমি আপনাদের দোয়া চাইবো যাতে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন মানুষের জন্য কিছু করে যেতে পারি। তিনি বলেন, ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার এবং মানুষের সেবা করার  উদ্দেশ্য নিয়েই মুসলিম সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়। আমরা সে লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি।  এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তৃতায় দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশ মোঃ ফখরুল ইসলাম চৌধুরী বলেন,আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদী আমাদের গর্ব। তার মতো গুনী লোকদের মূল্যায়ন হলে সমাজ উপকৃত হবে। তিনি মুসলিম সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদীকে নিবেদিত করে স্বরচিত কবিতা আবৃত্তি করেন হাফেজ কবি আব্দুল মুকিত।