Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুতাং নদীতে শিল্পবর্জ্য দূষণ বন্ধের দাবিতে সমাবেশ \ ফুঁসে উঠেছেন হাজারো জনতা

প্রেস বিজ্ঞপ্তি \ সুতাং নদীতে শিল্পবর্জ্যের দূষণের প্রতিবাদে ফুঁসে উঠেছেন লাখাইয়ের হাজার হাজার মানুষ। নদী তীরবর্তী গ্রামের মানুষেরা তাদের কৃষি, মৎস্য সম্পদ, গবাদি পশু ও জনস্বাস্থ্য রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ঐতিহ্যবাহী বেলেশ্বরী মেলা ও পূণ্যস্নানের পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছেন হিন্দু স¤প্রদায়। সুতাং নদীতে দূষণ বন্ধের দাবিতে ‘সম্মিলিত নাগরিক সমাজ’ এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে লাখাইয়ের করাব বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি মোঃ এখলাছ মিয়া। এতে বক্তব্য রাখেন পঞ্চায়েত সর্দার ও বিশিষ্ট মুরুব্বি ডাঃ বরকত আলী, জেলা জাসদ সভাপতি এডঃ তাজ উদ্দিন আহমেদ সুফী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, গণজাগরণ মঞ্চ হবিগঞ্জের সংগঠক হুমায়ূন খান, জেলা জাসদ সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল, সাহিত্যকর্মী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র জেলা যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বন বিহারী রায়, বেলেশ্বরী মহাতীর্থ মন্দিরের সেবায়েত সুজিত রঞ্জন সেন, বিজয় জ্যোতি দাশ, কামাল উদ্দিন, ডাঃ মাহবুব, চনু মিয়া মেম্বার, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা খাঁ, ছাত্রনেতা দেবেশ ঋষি প্রমুখ।
সমাবেশে নেতৃব”ন্দ বলেন, মাধবপুরে নতুন গজিয়ে উঠা শিল্প এলাকার প্রাণ কেম্পানিসহ বিভিন্ন কারখানার দূষিত বর্জ্য এসে মিশেছে সুতাং নদীতে। নদীর ভাটিতে সদর উপজেলা ও লাখাইয়ের অনেকগুলো গ্রামের কৃষি ও জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে। জেলে স¤প্রদায়ের মাছ শিকার বন্ধ হয়ে গেছে। বেলেশ্বরী মহাতীর্থে হিন্দু স¤প্রদায়ের পূণ্যস্নান প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনগণের অংশগ্রহণে নদী দূষণ  বন্ধের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।