Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচঙ্গ উপজেলা মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান তানিয়া খানম ও ইকবাল বাহার খান, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ রায়হানুল হারুন, রফিকুল ইসলাম পাশা, খোয়াজ আলী, মোছাঃ আম্বিয়া বেগম, ইনারা খাতুন, আছমা বেগম, রাহেলা হক, মোঃ আঃ বারিক, রুনা আক্তার, কৃষিবিদ মোস্তাফা ইকবাল আজাদ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশনারা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুল হক ভূইয়া, প্রকৌশলী বীর বাহাদুর, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সিদ্দিকী, সমাজ কল্যাণ অফিসার মোঃ জালাল উদ্দিন, তমাল বিজন তালুকদার, কমান্ডার আঃ খালেক, এমরান মিয়া প্রমুখ। সভায় বিভাগীয় প্রধানরা স্বস্ব বিভাগীয় কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন এবং জন প্রতিনিধিরা বিস্তারিত পর্যালোচনা করে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণের প্রস্তাব পেশ করেন। পূর্বাহ্নে সভা কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। উপদেষ্ঠা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, ভাইস চেয়ারম্যান তানিয়া খানম ও ইকবাল বাহার খান। বক্তৃতা করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান, মোঃ হাবিবুর রহমান, মঞ্জু কুমার দাস, আবুল কাসেম চৌধুরী, জনাব আলী কলেজ প্রিন্সিপাল মোঃ সাফিউজ্জামান খান, প্রিন্সিপাল সালামত আলী খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টার নির্মলেন্দু চক্রবর্তী, প্রধান শিক্ষক এম এ মজিদ, ভিডিপি অফিসার অরুন বরুন দাস, মোঃ এমরান মিয়া, অধ্যক্ষ মোবাশ্বির আহমেদ, উপাধ্যক্ষ কাজী মাওলানা আতাউর রহমান। সভায় বক্তাগণ আইন-শৃঙ্খলা স্থিতিশীল উলে­খ করে বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে অসামাজিক, জুয়া, সুদের রমরমা ব্যবসা ও মাদকের প্রসার রোধকল্পে সচেতনতা বৃদ্ধি করে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান এবং সভায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।