Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দিলীপ কুমার বণিক একজন আলোকিত মানুষ-মুশফিক চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে গতকাল রোববার বেলা ১২টায় জেলা পরিষদ   মিলনায়তনে তাঁকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী জয়নাল উদ্দিন খান এর সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সিভিল সার্জন ডাঃ দেবপদ রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের হিসাব রক্ষক রঞ্জন কুমার দেব, উপ-সহকারী প্রকৌশলী  মোঃ রফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন ভুইয়া, নজরুল একাডেমী সভাপতি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারী কমান্ডার শফিকুর রহমান ও নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আলী সরকার।
সভায় প্রধান অতিথি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, একজন সরকারি কর্মকর্তার মধ্যে যে গুনাবলী থাকা দরকার সব কিছুই আজকের বিদায়ী অতিথি প্রধান নির্বাহী দিলীপ কুমার বণিকের আছে। তিনি সৎ, নিষ্ঠাবান এবং ডায়নামিক অফিসার ছিলেন। আমি আশা করি দিলীপ কুমার বণিক সৎ সাহস এবং দক্ষতার সাথে বান্দরবান জেলা প্রশাসক হিসেবে জেলা প্রশাসকের সকল অর্পিত দায়িত্ব পালনসহ সুনাম অর্জন করবেন। হবিগঞ্জ জেলায় দীর্ঘ ৬ বছরে যেমন প্রান্তিক জনগোষ্টীর সাথে মিশে গেছেন আমি আশা করব তেমনি বান্দরবান জেলার গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের সহজ সরল ও পাহাড়ী জনগোষ্টীর সকল শ্রেণীর মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারবেন। সরকার এ রকম একজন প্রশাসনিক কর্মকর্তাকে বান্দরবান জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। বিদায়ী অতিথি দিলীপ কুমার বণিক বলেন আমি যেখানেই থাকি না কেন আমার মন হবিগঞ্জের মানুষের সাথে থাকবে, আমার সাথে হবিগঞ্জ মানুষ যোগাযোগ রাখলে আমি খুশি হব। সভার শেষে জেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান  করা হয়।