Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদকের বিরুদ্ধে সকলকে যুদ্ধ ঘোষণা করতে হবে-লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন বলেছেন- সকল অপরাধের মূল হচ্ছে মাদক। মাদকের বিরুদ্ধে সকলকে যুদ্ধ ঘোষণা করতে হবে। ১৯৭১ সালে আমাদের পূর্ব পুরুষরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আজ আমাদের নতুন প্রজন্মকে বাচাঁতে প্রত্যেক ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ গড়ে তুলতে হবে। মাদক সেবনকারী ও পাচারকারী কাউকে ছাড় দেওয়া হবে না। পাশ্ববর্তী দেশ গুলো থেকে মাদক দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি রবিবার সকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়ন কর্তৃক ধর্মঘর ইউনিয়নের মোহনপুর সীমান্তে হযরত আলী শাহের মাজার মাঠে আয়োজিত সীমান্তে হত্যা, মানব পাচার, মাদক চোরাচালান ও অভ্যন্তরীণ সন্ত্রাসরোধে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম কামালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোশারফ হোসেন, সাংবাদিক হামিদুর রহমান, সমাজ সেবক মুখলেছুর রহমান, সুবেদার আবু হানিফ, আশেকুর রহমান মামুন মেম্বার প্রমুখ।