Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার \ খোয়াই নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, খোয়াই রিভার ওয়াটারকিফার ও হবিগঞ্জ সদর উপজেলার কয়েকটি গ্রামের সহ¯্রাধিক মানুষ। গোপায়া ও নিজামপুর ইউনিয়নের রাঙ্গেরগাঁও, মশাজান, বাতাসার, নোয়াবাদ ও আব্দারখাই গ্রামের ভুক্তভোগী মানুষেরা বলেন, কিছুসংখ্যক বালুদস্যু গ্রামগুলোর পার্শ্ববর্তী খোয়াই নদী থেকে প্রতিদিন অন্তত শ’খানেক ট্রাক্টর ভর্তি করে বালু কেটে নিয়ে যাচ্ছে। এতে খোয়াইয়ের বাঁধ ভেঙ্গে যাচ্ছে, ফলে ছাত্র-ছাত্রীরা যেতে পারছে না স্কুল-কলেজে, অসুস্থ রোগীদের সদরে নিয়ে আসতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ধূলো-বালিতে জনজীবন অতিষ্ট হয়ে পড়ছে। এছাড়াও খোয়াই নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। ফলে বালু দস্যুদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল রবিবার সকাল ১১টায় ‘দুর্জয় হবিগঞ্জ’-এর সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন পথসভায় সভাপতিত্ব করেন বাপা-হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। এতে বক্তব্য রাখেন বাপা জেলা সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবিদুর রহমান, বাপা জেলা সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, অ্যাডঃ দেওয়ান মিনহাজ গাজী, নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার, ব্যকস্-এর সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিফার তোফাজ্জল সোহেল, বাপার জেলা যুগ্ম সম্পাদক ডাঃ এস এম আল-আমিন সুমন, অ্যডঃ শাহ ফখরুজ্জামান, ভুক্তভোগী গ্রামবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি সৈয়দ ছালেক আহমেদ, আব্দুল মান্নান, সালেহ উদ্দিন, মস্তুর আলী, কাচন মিয়া ও মোঃ সিরাজ আলী, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা খাঁ, তারুণ্য সোসাইটির সংগঠক আরফিন আব্দাল রিয়াদ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা বাপার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন।
উলে­খ্য, স¤প্রতি বাপার এক প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন।