Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিক শ্রীকান্তের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন \ মূলহোতা আব্দুর রউফকে গ্রেফতার ও সকল আসামীর শাস্তি দাবি

SAMSUNG CSC

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সকল আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। গতকাল শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী। সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডঃ সিরাজুল হক চৌধুরী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, মানবাধিকার কর্মী এডঃ ক্ষিতিশ গোপ, সাংবাদিক শফিকুল আলম চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, এডঃ জ্যোতিষ গোপ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউদ্দিন, কোষাধ্যক্ষ শাকিল চৌধুরী, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর, মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়া, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অপু চৌধুরী, দৈনিক মুক্ততথ্যের জেলা প্রতিনিধি কেএমএ ওয়াহাব নাঈমী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খা, মিজান চৌধুরী, নায়েবের পুকুর পাড় রা আন্দোলন কমিটির মুখপাত্র আব্দুর রকিব রনি, যুবনেতা বিপ্লব রায়, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, সাংবাদিক নুরুল হক কবির, ছাত্রদল বৃন্দাবন কলেজ আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি সুকান্ত গোপ, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, দৈনিক লোকালয় বার্তার বিশেষ প্রতিনিধি এম সজলু, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ইনচার্জ আখলাছ আহমেদ প্রিয়, স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, দৈনিক এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাজী মিজান, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার এ কে কাওসার, সমাচারের স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ, জাহেদ আলী মামুন, জননীর স্টাফ রিপোর্টার শাহ আলম প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিক শ্রীকান্ত গোপের উপর হামলাকারী ভূমিদস্যু সন্ত্রাসী আব্দুর রউফকে অবিলম্বে গ্রেফতার ও সকল আসামীদের শাস্তির দাবি জানান। অন্যথায় সকল সাংবাদিকদের সাথে নিয়ে টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে বলে হুশিয়ারী করা হয়।