Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ডাকাতের ভয়ে গৃহকর্তার হার্টএ্যাটাকে মৃত্যু

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাটে ডাকাতের ভয়ে হার্টএ্যাটাকে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। মৃত গৃহকর্তা হলেন-ধনশ্রী গ্রামের ফটিক মিয়া (৫০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে-গতকাল শনিবার ভোর রাতে ফটিক মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের পেছনের জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে পরিবারের সবার হাত পা বাঁধার চেষ্ঠা করে। এ সময় ছেলেমেয়েরা চিৎকার শুরু করলে ডাকাতরা তাদের মারধর করে। তাদের চিৎকারে গ্রামবাসী জেগে উঠলে ডাকাতদল পালিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে ফটিক মিয়া গ্রামবাসীর কাছে ঘটনার বর্ণনা করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ফটিক মিয়া। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য খুর্শেদ আলী বলেন, চুনারুঘাট থানায় বিষয়টি অবগত করা হয়েছে।
চুনারুঘাট থানার এএসআই আলমাস মিয়া জানান, আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এলাকার বেশ কয়েকজন ব্যক্তি জানান, ফটিক মিয়া হার্টের রোগী ছিলেন। ভয়ে তিনি হার্ট এটাক করতে পারেন।
নিহতের ছেলে শামীম মিয়া জানান, রাত ৩টার দিকে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। তারা কোন কিছু নিতে পারেনি। তবে তার বাবা ডাকাতের ভয়ে আতংকিত হয়ে পড়েছিলেন।