Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জঙ্গিবাদ ও লুটপাটতন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ান

প্রেস বিজ্ঞপ্তি \ সা¤প্রদায়িকতা, জঙ্গিবাদ ও লুটপাটতন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান নিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে জাগরণ সৃষ্টির মাধ্যমে এসবের বিরুদ্ধে লড়াই সংগ্রামের জন্য তৈরী হওয়ার লক্ষে সারাদিন ব্যাপী কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে লাখাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ শহরের আব্দুল মোতালিব চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে রিচি, লুকড়া, ধল, করাব, বুল­া বাজার, কালাউক, বামৈ চৌরাস্তা ও বামৈ সড়ক বাজার হয়ে সন্ধ্যা নেমে আসলে ওই স্থানেই পদযাত্রা সমাপ্তি হয়। এসব স্থনে পদসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় নেতা কমরেড ইদ্রিস আলী, জেলা সিপিবির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা কমিটির নেতা কমরেড আব্দুর রশিদ, কমরেড আব্দুল হক মামুন, কমরেড ইমদাদুল হোসেন খান, ছাত্র ইউনিয়ন নেত্রী মাহমুদা খা, আজমান আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান ও সাহেব আলী প্রমুখ।
সভায় বক্তাগণ, ক্ষমতাসীন শাসক দলের সন্ত্রাস ও লুটপাটের তীব্র সমালোচনা করেন এবং বলেন জোট ও মহাজোটের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। কারণ তারা পালাক্রমে দেশ শাসন করেছে এবং তাদের সাথে স্বৈরাচার ও রাজাকারকে যুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলূষ্ঠিত করেছে। কাজেই তাদেরকে দিয়ে শ্রমজীবী মেহনতি মানুষের বিশেষ করে গরীব মানুষের কোন কল্যান হবে না। তাই আজ সময়ের দাবী দ্বি-দলীয় মেরুকরণের বাহিরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তির উত্থান ঘটাতে হবে। সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানানো হয়। উলে­খ্য, পুরো জানুয়ারি মাস জুড়ে সারাদেশের জেলায় জেলায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পদযাত্রা, পথসভা ইত্যাদি কর্মসূচী পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়।