Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মেলার নগ্ন নৃত্যের আসরে পুলিশের ধাওয়া

স্টাফ রিপোর্টার \ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে অবস্থিত হযরত সৈয়দ আব্দুল মালেক (রঃ) এর পাঁচ পীর মাজারে বার্ষিক ওরস মাহফিলে পুতুল নাচের নামে নগ্ন নৃত্যের স্পটে অবশেষে হানা দিল পুলিশ। ৫ দিন চলার পর অবশেষে পুলিশ এই স্পটে হানা দেওয়ায় স্বস্থির নিঃশ্বাস ফেলেছে সচেতন মানুষ। বৃহস্পতিবার গভীর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মহসিন কবির একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে পুতুল নাচের নামে নগ্ন নৃত্যের হোতারা দৌড়ে পালিয়ে রক্ষা পায়। গত রোববার থেকে এই মেলা চলছিল।
স্থানীয় কিছু প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই কাজের সঙ্গে যুক্ত থাকায় সাধারন জনগন ছিল অনেকটা নিরব।
এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মহসিন কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে মেলাস্থলে গেলে নাচ গানের হোতারা পালিয়ে যায়। আজ শনিবার শেষ হবে ফকিরি মেলা। তাই স্থানীয় বাসিন্দাদের দাবী এই একদিন পুলিশ মেলাস্থলে জুয়া ও পুতুল খেলা বন্ধ রাখবেন। গত বছরও ফকিরি মেলায় পুতুল নাাচের নামে নগ্ন নৃত্য দেখানো হয়েছিল এবারও দেখানো হল। এই ভাবে প্রতি বছর মেলাতে নগ্ন নৃত্য দেখানো হলে এলাকার পরিবেশ দিন দিন অবনতি হয়ে যাবে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় হবে বলে মনে করে স্থানীয় সচেতন মহল।
এ ব্যাপারে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, আমি বৃহস্পতিবার রাতে ওই স্থানে পুতুল নাচের নামে নৃত্য হচ্ছিল এমন সংবাদ জানতে পাড়ি। তাৎক্ষণিক কাশিমনগর ফাড়ির ইনচার্জকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেই। পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই আসরটি গুড়িয়ে দেয়।