Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আল­ামা সায়্যিদ আসজাদ মাদানী \ আল­াহর হুকুম ও মহানবী (সাঃ) আদর্শকে গ্রহণ করতে হবে

প্রেস বিজ্ঞপ্তি \ গতকাল বৃহস্পতিবার বাদ আছর নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইন্তেজামিয়া কমিটি নবীগঞ্জ এর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে খলিফায়ে মাদানী শায়খুল হাদীস ছদরে জমিয়ত আল­ামা আব্দুল মুমিন শায়খে পুরাণগাঁও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আল­ামা হাফিজ সায়্যিদ আসজাদ মাদানী দাঃ বাঃ। বিশেষ অতিথি ছিলেন আল­ামা মুফতী শিহাব উদ্দিন ও মাওঃ হাফিজ মহসিন আহমদ। মাওঃ হাফিজ আব্দুল­াহ নেজামী ও মাওঃ শায়খ আব্দুর রক্বীব হক্কানীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা পেশ করেন, মাওঃ শায়খ কাজী হারুনুর রশীদ চৌধুরী ও মাওঃ জয়নুল আবেদীন। এতে নবীগঞ্জ ইন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব শায়খ আব্দুল মান্নান, মাওঃ আব্দুল মালিক, মাওঃ শায়খ ইছমাইল, মাওঃ ছাদাতুল ইসলাম, মাওঃ আব্দুল কাদির হোসাইনী, মাওঃ রুহুল আমীন, মাওঃ ইমাম উদ্দিন আহমদ, মাওঃ আব্দুল মজিদ, মাওঃ মুহিবুর রহমান, হাফিজ খালেদ সাইফুল­াহ খান, হাফিজ নজমুল হুদা, মাওঃ যোবায়ের আহমদ চৌধুরী, মুফতী সিদ্দিকুর রহমান, মুফতী ফয়ছল তালুকদার, মাওঃ আব্দুল বাছির, মুফতী আবু ইউসুফ চৌধুরী, মাওঃ মাহমুদুল হাসান, মোঃ আব্দুল মান্নান, মোঃ আব্দুল কাইয়ূম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আল­ামা হাফিজ সায়্যিদ আসজাদ মাদানী দাঃ বাঃ বলেন, আমাদের প্রত্যেককে ঈমানের মজবুতির জন্য আল­াহর হুকুম, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর তরীকা আন্তরিকভাবে মেনে চলতে হবে। তিনি আরোও বলেন, মিথ্যা কথা বলা মহা অপরাধ, এর শেষ ফলাফল হল দুযখের শাস্তি। এ থেকে সবাইকে সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে। মিথ্যা কথা বলা, মিথ্যা স্বাক্ষ্য দেওয়া, মিথ্যা মোকদ্দমা দায়ের করা থেকে আমাদের সকলকে মুক্ত থাকতে হবে এবং মহানবীর পবিত্র মুখের বাণী সহিহ বুখারী শরীফ থেকে হাদীসের উদৃতি দিয়ে তিনি বলেন, মহানবী (সাঃ) বলেছেন, “যারা দুটি জিনিষের হেফাজত করার নিশ্চয়তা দিবে তাদের জন্য স্বয়ং আমি (মহানবী) জান্নাতের জামিন হয়ে যাব, সুপারিশ করার মাধ্যমে জান্নাতে পৌছানোর জিম্মাদারী নেব।