Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃষ্টির হাত ধরে এসেছে শীত

স্টাফ রিপোর্টার \ এবার জম্পেস শীত পড়েনি। দরজায় কড়া নেড়েই চলে গেছে। কিন্তু বুধবারের বৃষ্টি সৃষ্টি করেছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। শীতকালে উত্তর থেকে দক্ষিনে বায়ু প্রবাহিত হয়। কিন্তু প্রবল সামুদ্রিক বাতাসের কারণে এবার হিমালয় ছুঁয়ে সেই বাতাস আর দেশে প্রবেশ করেনি। নি¤œচাপ আর ঘুর্ণিবাতাসের কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ বার একটি ঘূর্ণিবাতাসই শীতের দরজা খুলে দিতে চলেছে। বুধবার বৃষ্টি হয়েছে দেশে। আর এই বৃষ্টির বদৌলতেই হবিগঞ্জসহ সারা দেশে শীত ফেরার সম্ভাবনা উজ্জ্বল করেছে। প্রতিকূল আবহাওয়ায় এ বার ভরা জানুয়ারিতেও শীত উধাও হয়ে গিয়েছিল। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই নামছিল না! এমন পরিস্থিতিতে সবার প্রশ্ন ছিল, শীত কি আর মিলবে না? বুধবার সকালেও জোরালো ছিল প্রশ্নটা। আবহবিদদের অনুমান, চলতি সপ্তাহের শেষেই ঢাকার তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। আগামী কয়েক দিন পশ্চিমের বিভিন্ন জেলাতেও জাঁকিয়ে ঠান্ডা পড়বে। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। মাঘের শেষের বৃষ্টি শুভ লক্ষণ বলে প্রবচন রয়েছে। এটা মাঘ মাস সূচনার বৃষ্টি এবং এক দিক থেকে এটাও সুসমাচার বয়ে এনেছে বলেই মনে করছেন আবহাওয়বিদেরা। তবে ওই অফিস বলছে, শীতকালে বৃষ্টি হলেই তাপমাত্রা নামতে শুরু করে। এ দিনের বৃষ্টি সেই জন্যই ‘শুভ লক্ষণ’ বলে মানছেন আবহাওয়া বিজ্ঞানীরা। দিন দুয়েক শীত পড়েই গরম মাথাচাড়া দেবে না তো? এমন আশঙ্কাও করছেন অনেকে। অবশ্য আবহাওয়া অফিসের আশ্বাসেও শীতপ্রেমীরা ভরসা পাচ্ছেন না।