Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সাংবাদিক ও পুলিশের গাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩ \ আদালতে স্বীকারোক্তি

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলার আদাঐরের কাছে সাংবাদিক ও পুলিশের গাড়ীতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল-ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের জালু মিয়ার ছেলে আবুল কাশেম (৩০) একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে জাকির হোসেন (২৪) ও হিরা মিয়ার ছেলে মনির মিয়া (২৫)। গ্রেফতারকৃতদের বুধবার সকালে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। ০৬ নভেম্বর ২০১৫ সালের ৬ নভেম্বর  রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ বায়েজিদ, এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যুারো চিফ পিযুষ কান্তি আচায্য সহ ৪ জন একটি মাইক্রোবাস দিয়ে নাসিরনগর উপজেলার ভুবন এলাকার আব্দুল­াহ হুজুরের বাড়িতে ঔরসে যাবার পথে রাত ১টার দিকে আদাঐর ইট ভাটার নিকট পৌছালে একদল দূর্বত্ত গাড়িটি আটক করে তাদের  কাছ থেকে টাকা পয়সা, স্বণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় দূর্বত্তরা তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ ঘটনায় এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যুারো চিফ পিযুষ কান্তি আচার্য্য বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায় ১২ কুখ্যাত ডাকাত এ ঘটনার সাথে জড়িত এবং ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৩জনের বিরুদ্ধে নাসিরনগর, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক সড়ক ডাকাতির মামলা রয়েছে।