Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপন এলাকা পরিদর্শন করলেন ৪ এমপি

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের ইকনোমিক জোন স্থাপন এলাকা পরিদর্শন করেছেন ৪এমপি। এই ইকনোমিক স্থাপন নিয়ে চা-শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে পক্ষে-বিপক্ষে উত্তেজনার বিষয় নিয়ে তাঁরা সরজমিনে পরিদশন করে চা শ্রমিকদের সাথে মতবিনিময় করেন এমপি ফজলে হোসেন বাদশা, এমপি কাজী রোজী, এমপি হাজেরা সুলতানা, এমপি মুস্তাফা লুৎফুল­াহ ও আদিবাসী বিষয়ক সংসদীয় সদস্য জান্নাত এ ফেরদৌসী। গতকাল সকাল ১১টায় হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম এর সাথে তার কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাৎ করেন। পরে তাঁরা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে সঙ্গে নিয়ে চান্দপুর চা-বাগানের ইকনোমিক জোন স্থাপন এলাকা বেগম খান চা বাগানের নাঠ্যমঞ্চে স্কুল ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। এসময় তাঁরা চা শ্রমিক নেতাদের সাথে মত বিনিময় করেন। তাঁরা চা শ্রমিক ও আন্দোলরত ছাত্র-ছাত্রীদের কথা শুনেন।  তাঁরা তাদের সাথে সব সময় আছেন ও থাকবেন বলে আশ্বস্থ করেন। এ সময় এমপি ফজলে হোসেন বাদশা বলেন, আপনাদের সমস্যা সমাধানের জন্য আমরা আজ সংসদ অধিবেশনে উপস্থাপনের চেষ্টা করব। এসময় জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, গঠনমূলক আন্দোলন করুন তাতে আমাদের  কোন বাধা নেই। কিন্তু আইন হাতে তুলে নিয়ে উস্কানীমূলক কোন কাজ করবেন না। তিনি মহাসড়ক অবরোধের ঘোষণা প্রত্যাহার করার জন্য চা শ্রমিকদের আহব্বান জানান। লাঠি শুটা নিয়ে কোন আন্দোলনস্থলে না আসার জন্য চা শ্রমিক ও নেতাদেরকে নিষেধ করেন।