Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ফৌজদারী আদালতের শৌচাগার ব্যবহারের অনুপযোগী

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ ফৌজদারী আদালতের একমাত্র শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরিস্কার না করার কারণে মলমূত্রগুলো ছড়িয়ে-ছিটিয়ে কোর্টের পরিবেশ নষ্ট করছে। ফলে কোর্টে কর্মরত কর্মচারিরা নাকে রোমাল দিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আদালতের একমাত্র শৌচাগারটি প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করছে। কিন্তু নিয়মিত পরিস্কার না করার কারণে অনেকেই যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করছেন। অভিযোগ উঠেছে, ওই শোচাগারটি পরিস্কার করার জন্য সরকারি সুইপার রয়েছে। কিন্তু সে নিয়মিত পরিস্কার করছে না। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শৌচাগারটির নাজুক অবস্থায় রয়েছে। ময়লা-আবর্জনা উপচে পড়ে দুগর্ন্ধ ছড়াচ্ছে। এ ময়লা থেকে জীবানু ছড়িয়ে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। এরপরও মানুষ বাধ্য হয়ে এটি ব্যবহার করছে। ওই শোচাগারের নিকট জেলা প্রশাসনের রেক্ডরোম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নন জিআর কোর্ট ও আদালত ক্যান্টিন রয়েছে।