Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১ ও ২ ফেব্র“য়ারী হবিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রেস বিজ্ঞপ্তি \ ডিজিটাল উদ্ভাবনী মেলা আগামী ১ ও ২ ফেব্র“য়ারী হবিগঞ্জ জেলা পরিষদ নতুন অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয় এর নির্দেশনা এবং ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা আইসিটি কমিটির সভায় গৃহিত সিদ্ধান্ত মোতাবেক উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন সেবা ও উদ্ভাবনীমূলক প্রজেক্ট প্রদর্শিত হবে।  মেলা উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ম দিন ১ ফেব্র“য়ারী সকাল সাড়ে ৯টায় নিমতলা, কালেক্টরেট প্রাঙ্গণ হতে র‌্যালি, সকাল ১০ টায় ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন, সকাল  ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডিজিটাল উদ্ভাবনী মেলা, বেলা ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত  ডিজিটাল প্রদর্শনী, বিকাল সাড়ে ৩ টা হতে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত কুইজ প্রতিযোগিতা, বিকাল ৫ টায়  সাংস্কৃতিক অনুষ্ঠান।
২য় দিন ২ ফেব্র“য়ারি সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডিজিটাল উদ্ভাবনী মেলা, বেলা সাড়ে ১০ টায় ‘ই-সেবা-নাগরিক সেবার নতুন দিগন্ত’ আমাদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক সেমিনার, দুপুর ১২ টায় ঝড়ষাব-অ-ঞযড়হ শীর্ষক প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৩ টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
মেলাসহ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।