Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে এশিয়ান টিভির ৩য় বর্ষ পূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জে এশিয়ান টিভির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং এশিয়ান টিভি জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মমকর্তা, মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শংকর পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, হারুনুর রশীদ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুবুর রহমান আউয়াল, এয়ারলিংক ক্যাবলের চেয়ারম্যান মোঃ নুর উদ্দিন জাহাঙ্গীর,  জেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশ ইউকে সহ-সভাপতি প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আমিনুল ইসলাম বাবুল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭১ একাত্তর টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক এসএম লুৎফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, যমুনা টিভি জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার নুরুল হক কবির, দৈনিক লোকালয় বার্তার বিশেষ প্রতিনিধি এম সজলু, স্টাফ রিপোর্টার সহিবুর রহমান, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার স্টাফ রিপোর্টার এএম শাহ আলম, চ্যানেল আইয়ের সহকারী মোঃ সামছুজ্জামানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে এশিয়ান টিভি ৪র্থ বর্ষ পর্দাপনে সূচনা করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।