Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ বাজারে সালিশে সংঘর্ষ \ দফায় দফায় হামলা

স্টাফ রিপোর্টার \ আজমিরীগঞ্জ বাজারে সালিশ-বিচারে সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার ফতেপুর গ্রামের বাসিন্দা মৃত মোঃ গণি উল­াহর পুত্র রব মিয়া ও মৃত মোঃ মিয়া উল­াহর পুত্র গিয়াস উদ্দিন মিয়া র মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গতকাল সোমবার রাত সাড়ে ৭ টায় বাজারের ভূঁইয়া মার্কেট উভয় পক্ষকে নিয়ে একটি সালিশ বিচার অনুষ্ঠিত হয়। উক্ত সালিশ বিচারে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া। সালিশ বিচারের এক পর্যায়ে রাত সোয়া ৮ টায় মতবিরোধের জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় চেয়ার সহ আসবাবপত্র ভাংচুর করা হয়। পরে পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনার রেশ ধরে ১৫ মিনিট পর রাত সাড়ে ৮ টায় লাল মিয়া বাজারে যন্ত্রাংশের দোকানের মালিক তালেব আলী (৬৫) এর উপর প্রতিপক্ষের লোকজন অতর্কিতে হামলা চালায়। এ সময় সংঘর্ষে ৬ জন আহত হয়। গুরুতর আহত শুক্রীবাড়ী গ্রামের মৃত কামাল মিয়ার পুত্র শামীম (৩৮) ও লালা মিয়ার পুত্র দেলোয়ার (৩৬) কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে এ নিয়ে ফতেপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশংকায় ফতেপুর গ্রামে  পুলিশের নজকদারী বাড়ানো হয়েছে।