Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পনারগাও গ্রামে ‘নুরুল হোসাইন নুরানী মহিলা দাখিল মাদ্রাসা’র ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রেস বিজ্ঞপ্তি \ ‘জনগোষ্ঠীর অর্ধেকই নারী। তাই, উন্নয়ন প্রশ্নে নারী শিক্ষার বিকল্প নেই। দীর্ঘদিন ধরে দেশে নারী শিার অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মহিলা মাদ্রাসা।’ চুনারুঘাট উপজেলার পনারগাও গ্রামে ‘নুরুল হোসাইন নুরানী মহিলা দাখিল মাদ্রাসা’র নিজস্ব ভূমিতে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। গতকাল সোমবার সকাল ১০টায় পনারগাও জামে মসজিদ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পনারগাও গ্রামের কৃতি সস্তান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিানুরাগী প্রভাষক আব্দুল করিমের সভাপতিত্বে এবং মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মাওলানা এনামুল হক এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৮নং সাটিয়াজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডঃ সরকার মোঃ শহীদ মিয়া, সাবেক চেয়ারম্যান মোঃ আঃ রশিদ মাস্টার, চুনারুঘাট উপজেলা সমবায় অফিসার ইমরানুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসিরুদ্দিন, উবাহাটা কুদরতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ রউফ, বিশিষ্ট  শ্রমিক নেতা মোঃ নুরুজ্জামান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, ডি.সি.পি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুর রহমান, দ্বারাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দালুর রহমান আব্দাল, আঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, আলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, পনারগাও সামসুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ আব্দুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন ও আবু হুমায়রা মডেল স্কুলের পরিচালক মোঃ আব্দুল হাই ওবায়েদ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোঃ আবু তাহের, মোঃ সিরাজুল ইসলাম আব্দাল, প্রতিষ্ঠাতা কায়সর মাহমুদ লিমন এর চাচা মোঃ জমির আলী, জমি দাতা মরহুম হাজী আঃ রাজ্জাক এর ছোট ভাই মোঃ আঃ রশিদ, বড় জামাতা মোঃ আঃ কদ্দুছ, ওয়ার্ড মেম্বার  মোঃ জহুর আলী, সাবেক মেম্বার আব্দুর রশীদ, সাবেক মেম্বার নুরুল হক, বিশিষ্ট মুরুব্বি হাজী আঃ মন্নান, মোঃ আঃ জব্বার, মোঃ ইরফান আলী, মোঃ আঃ হেকিম, মোঃ আঃ মালেক, মোঃ নুরুল হক, মোঃ আঃ রহমান লিটন, মোঃ ইমান আলী, মোঃ লাল মিয়া, মোঃ আমরু মিয়া, মোঃ নুর মিয়া প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আঃ রউফ।