Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে \ ছোট পরিবার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার \ ছোট পরিবার ধারণা উন্মোষ, পুষ্টি, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএসপি ও নজতাকের যন্ত বিষয়ক এক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গতকাল রববিার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইয়া। ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, স্বপন শর্মা ও আব্দুর রব মোল­া। কর্মশালায় জানানো হয়, ১৯৭৫ সালে দেশে প্রজনন ক্ষমতার হার ছিল ৬.১। ২০১৬ সালে তা কমে হয়েছে ২.৩। তবে সিলেট বিভাগে তা ২.৯। দেশের জনসংখ্যার বৃদ্ধি স্থির করতে হলে ২০২২ সালের মধ্যে প্রজনন ক্ষমতা ২ এ উন্নীত করতে হবে। এর পর যদি এই হার ২০৪০ সাল পর্যন্ত অব্যাহত থাকে তবে দেশের জনসংখ্যা ২৫ কোটির মাঝে স্থির থাকবে। শিশু ও প্রসবকালিন মৃত্যু হ্রাস স্বাস্থ্য সেবার উন্নয়নের সাথে মানুষের গড় আয়ূ বাড়ায় মূলত জনসংখ্যার আকার বৃদ্ধি হচ্ছে। বর্তমানে বছরে ২২ লাখ শিশু জনসংখ্যার সাথে যোগ হচ্ছে।  জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া কর্মীদের অংশ গ্রহণে সচেতনতা মূলক ক্যাম্পেইন এ উপরোক্ত তথ্য জানানো হয়।