Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সফিকুর রহমানের দাফন সম্পন্ন \ শোক

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সফিকুর রহমানকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার ছোট বহুলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে তিনি ইন্তেকাল করেন। হবিগঞ্জ ঈদগাহ ময়দানে ১ম জানাজার নামাজ ও গ্রামের বাড়িতে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম ডাক্তার সফিকুর রহমান ভারপ্রাপ্ত সিভিল সার্জন, চুনারুঘাট, নবীগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব পালন করেন। সরকারী চাকুরী থেকে অবসর গ্রহনের পর তিনি সামাজিক কল্যান মূলক কর্মকান্ডের সাথে জড়িত হন। ডাক্তার সফিকুর রহমানের ৩ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন। তার একমাত্র ভাই লুৎফুর রহমান জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা।
এদিকে ডাঃ সফিকুর রহমানের মৃত্যুতের গভীর শোক প্রকাশ করেছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএমএ এবং স্বাচিপের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিভিল সার্জন দেবপদ রায়, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ অসিত রঞ্জন দাশ, জেলা বিএমএ’র যুগ্ম সম্পাদক ডাঃ সৈয়দ মুজিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মখলিছুর রহমান উজ্জল, সদর হাসপাতালের আরএমও আবু নাঈম মাহমুদ হাসানসহ বিএমএ ও স্বাচিপের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্তপরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞানপ করেন।