Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ইমরান স্টাডি ব্রাজিল প্রোগ্রামেও প্রথম বাঙালী

স্টাফ রিপোর্টার \ আবারও আরেকটি আন্তর্জাতিক শিক্ষামূলক প্রোগ্রামে স্থান করে নিয়েছেন ব্রিটিশ বাংলাদেশী তরুণ সমাজ সেবক ও যুবক সংগঠক মোফাজ্জল চৌধুরী ইমরান। ব্রিটেনও ব্রাজিল সরকারের বৃত্তি নিয়ে স্টাডি ব্রাজিল প্রোগ্রাম সম্পন্ন করতে ব্রাজিলের ঐতিহাসিক ও সংস্কৃতির শহর রিও-দি-জেনিরোতে অবস্থিত রিও ফেডারেল ইউনিভার্সিটিতে অধ্যয়ন করবেন ইমরান। এই বছর (২০১৬) এপ্রিল থেকে মে পর্যন্ত একমাসের এই শিক্ষামূলক প্রোগ্রামে মোট ১৫০ জন ব্রিটিশ শিক্ষার্থীদের মধ্যে ইমরান একজন। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এই শিক্ষামূলক বৃত্তি প্রোগ্রামে ইমরান প্রথম ও একমাত্র কোন বাঙালি হিসেবে জায়গা করে নিয়েছেন।
এর আগে ২০১১ সালে ব্রিটিশ ও চীনা সরকারের বৃত্তি নিয়ে স্টাডি চায়না প্রোগ্রামে ও ২০১২ সালে ব্রিটিশ ও ভারত সরকারের বৃত্তি নিয়ে স্টাডি ইন্ডিয়া প্রোগ্রামেও প্রথম বাংলাদেশী হিসেবে অংশগ্রহন করেন মোফাজ্জল চৌধুরী ইমরান। ইমরান একমাত্র ব্রিটিশ শিক্ষার্থী যিনি স্টাডি চায়না, স্টাডি ইন্ডিয়া ও স্টাডি ব্রাজিল প্রোগ্রামের তিনটাতেই অংশগ্রহন করার সুযোগ করে নিয়েছেন। ইমরান ইংলেন্ড এর ওল্ডহ্যাম শহরে জন্মগ্রহণ করেছিলেন আর এখন সেখানেই বাস করছেন।
ইমরানের বাড়ি নবীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া গ্রামে। তার বাবা বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী মোহাম্মদ শাহজাহান চৌধুরী।